
ফ্যাসিবাদের পতনের পর নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে: জি এম কাদের
Progga News Desk:
বাংলাদেশে এক ফ্যাসিবাদের পতনের পর নতুন আরেক ফ্যাসিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার ঢাকার বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বর্ধিত সভায় এ কথা বলেন দলটির চেয়ারম্যান। ফ্যাসিবাদের পতনে নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে। নব্য ফ্যাসিবাদ ও তার দোসররা সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন জিএম কাদের।
শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় বসানোর জন্য বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।
জিএম কাদের বলেন, নিজের দল করছেন নিজেরা ক্ষমতায় চিরস্থায়ী থাকবার জন্য। সেই দলকে পাস করানোর জন্য সংস্কার করবেন ইত্যাদি করবেন, আর সেই দলকে পাস করাবেন যেন তেন প্রকারে। এই নির্বাচন শেখ হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে কোনো?
সংস্কারের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। নির্বাচনে যারা জয়ী হবেন, তারাই প্রয়োজন মত সংস্কার করবেন।
রাষ্ট্র সংস্কার নিয়ে এখন যারা কাজ করছেন, তাদের ‘এলিয়েন’ (ভিন্ন গ্রহের প্রাণি) বলে আখ্যায়িত করেছেন গোলাম মোহাম্মদ কাদের।
এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন। তারা অন্য গ্রহ থেকে এসেছেন, বলেন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান।
দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশের মঙ্গল হবে না।
জিএম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে, গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, শুধু বেকারত্ব বাড়বে। দেশের শান্তির জন্য অবাধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার আনতে হবে।সূত্র: বিবিসি